শমীক সেনের কবিতা



 একা

গভীরে কোথাও খুব একা
অসহায় পাখির মতন
ডানাতেই ইতিহাস লেখা
হেরে যাওয়া মানুষরতন!

যতবার ছিঁড়ে গেছে ডানা
ততবার মেনেছি কপাল
আলোর আঘাতে ব্যথাখানা
মুখচোরা  তবুও সকাল!

এ সকাল জানে না তো মন
পথে পথে উড়ে যাওয়া ধুলো
রাতটুকু ঘনাবে  কখন
শূন্যতা হবে চালচুলো!


বাঁশি

যে বাঁশি আড়ালে ডাকে
আমি তাকে প্রতারক ডাকি
এখন স্পষ্ট কোন রাস্তাই খুলে গেলে ভালো
সোজাসুজি খুন হোক
পাখি উড়ে যাক একে একে
কেউ কেউ পাখিকেও 
নিহিত আড়াল বলে ডাকে

অনেক বলেছো কথা ফিসফিস করে কানে কানে
হাওয়ায় হাওয়ায় যেন ঝরে যাওয়া লাজুক বকুল
এখন মিলিত হবো রৌদ্রের মত কোন গানে
সন্ধের মত মন কুড়োবে না পথে পথে ফুল!


ঘুম
  
গনগনে ভুট্টার মত রাগ
অস্থির সময়ের মত দুঃখ 
চেপে রাখতে রাখতে
ভিতর থেকে শুকিয়ে যাচ্ছি ক্রমে
এখন মাথার ভিতরে হাত ঢোকালে 
হেঁচকি ওঠার মত জ্বলে আর নেভে
নাছোড় একটা আলো
দেয়ালে ছায়াদের জন্ম হয়,
রাত্রি যেন ক্লান্ত অনুরোধ
আর একটা গজল অথবা বাউল
অথচ শ্রোতাদের চোখ জড়িয়ে যাচ্ছে 
দৈত্যের মত ঘুমে!


উত্তর
  
তর্ক করতে করতে পালটে ফেলার মত সহজ নয় পৃথিবী
ঘুরতে ঘুরতে একই বিন্দুতে ফিরে আসাই ধর্ম তার
অতএব ঘুম ভালো
ভালো অন্ধকারের শুশ্রূষা
সমস্ত চিৎকার আমি ভাসালাম প্রশ্নহীন জলে,
এখন এই শান্ত অপেক্ষাই 
উত্তর হয়ে উঠুক, ধীরে

1 comment:

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com