অন্য এক আঁধার
শুভ চিহ্ন এঁকে বেরিয়ে পড়লাম
একটা সময় মানুষ বড়ো একা
যুদ্ধক্ষেত্রে হেঁটে যাওয়ার মুহূর্তে
তাই মৃত্যুর ছায়া আর কান্না
তাকে আরও একা করে দেয়
বিছানায় শুয়ে শব্দ লোফা-লুফি
না লেখা শব্দগুলো হারিয়ে যায়
যেমন হারিয়ে গেছে বন্ধু বলা মানুষ
কাক-ডাকা ভোরের শহর…
বন্ধুদের ফেলে যাওয়া
আলোর খোঁজ…
২
চেনা ছিল না
পৃথিবীর পাল্টে যাওয়া রঙ
দিন দিন চেনা হয়ে যাচ্ছে
হারিয়ে যাওয়া দিনগুলি
ঘুম ভাঙা সকালের আনন্দ ছিল
সেই মুক্ত আকাশ ফিরে আসে না
বেদনার স্মৃতি
একা হতে হতে স্বপ্নের খোঁজ করে
৩
চুপ কর না রবীন
টাকা টাকা করে তো সময় কাটালি
রেখে গেলি অনেক কিছু
নিজের বলতে তো আজ বৃদ্ধাশ্রম
কেউ খোঁজ রাখে না
চুপই সারে চলে যাবার সময়
রবীন রবীন বলে ডাক উঠবে না
শুধু থাকবে নিজের গালে অশ্রু স্মৃতি
রবীন যাদু দন্ডের আনন্দধামের খোঁজ কর
যদি ফিরে পাস সুখ-লতা…
No comments:
Post a Comment