কবিতাঃ শ্যামলবরণ সাহা

মাটি

আমি শুধু ঝুঁকেছি মাটির দিকে-
অসমাপ্ত প্রণামের মতো,
দু’হাতে চেয়েছি কৃষাণের আল কেউটে আল
বলেছিঃ ও চাষা দু’টি চোখ দু’টি মাস-
যেন আষাঢ়-শ্রাবণ…
নয়ানজুলির পাশে
নয়ন মেলে থাকতে দাও!
#
আরো বলেছিঃ
বীজের প্রসব ব্যাথা ছুঁয়ে থাকা হে মাটি,
তোমাকে আমি লাল পাড়, শাদা শাড়ির
আঁচল বলে চিনি।

1 comment:

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com