কবিতাঃ অনিমেষ মাহাত


প্রহরী

আবার বৃষ্টি নেমেছে তোমার শহরে
মেঘের মতো এর বেড়া ওর বেড়া ডিঙিয়ে
পৌঁছে যাচ্ছি তোমার উঠোনে
কালনাগিনীর মতো ঢুকে পড়ছি
                            তোমার ঘরে

অসংখ্য তারা ফুটে আছে তোমার
                                ছাদের ভেতরে
একটা বনসাই বট হেসে উঠেছে খুব
                               বারান্দার টবে
চেনাজানা রবীন্দ্রসংগীত গাইছে
                       তোমার ছোট বোন
কুয়াশা ঢেকে দিচ্ছে তোমার চারপাশ
চলো এই বৃষ্টির শহরের নিজস্ব প্রহরী হই

নিজস্ব কুঁয়ো

প্রতিদিন দুপুর হলেই নিজস্ব কুঁয়োর ভিতর ঢুকে পড়ি,
গুটিসুটি মেরে বসে থাকি সুড়ঙ্গে,
একরাশ অন্ধকার মেখে নিই শরীর জুড়ে
এই হুল্লোড় ভালো লাগে না
আলোর ঝলসানি দেখলেই চোখ বুজে আসে
 দাঁড়িয়ে থাকি জনতার শেষ সারিতে

সূর্যোদয় দেখলেই বুকের ভেতর থমথমে হয়ে ওঠে
একটা আস্ত মেঘ  ঢেকে দিয়ে যায় আমাকে
যোগ,বিয়োগ সব গুলিয়ে যায়
মঞ্চে উঠে উল্টোমুখ করে দাঁড়িয়ে থাকি
আর দেখি ঝাঁ চকচকে রাস্তাগুলো সেঁধিয়ে যাচ্ছে কুয়োর ভেতর

No comments:

Post a Comment

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com