মাকড়সা।
যারা বাঁচতে শেখায়
দিন
অন্যকে,
আর
রাত্রি নিজেকে চেনায়।
গায়ে
পড়া বিছানার সুতোগুলো
জানতে
চায়, রাতজাগা কেন?
বালিশে
লেগে থাকা ঘাম
অভিমানে
বলে-
তোমার
কথারা কথা রাখেনি তো।
মৃদু
হয়ে আসা আলো
প্রতিদিন
আড়চোখে দেখে যায়,
স্বপ্নের
অকালমৃত্যু।
এত
ধোঁয়াশা- চতুর্মাত্রিক,
এত
অন্ধকার-গাঢ় নীল,
তবুও
মাকড়সা ঘরের কোণে
প্রতিদিন
জীবনফাঁদ পাতে।
আমায়
বাঁচিয়ে রাখে, বাঁচতে শেখায়।
No comments:
Post a Comment