লেখা পাঠাতে হলে

স্পার্টাকাসঃ একটি লড়াকু পত্রিকা


স্পার্টাকাসের আগামী সংখ্যায় গদ্য, কবিতা বা যে কোনো ধরনের লেখা পাঠাতে পারেন ২০ ডিসেম্বর, ২০১৯-এর মধ্যে। কবিতা পাঠালে পাঁচটির বেশি পাঠাবেন না। প্রতিটি লেখার নীচে ঠিকানা ও যোগাযোগ নম্বর দেবেন।

স্পার্টাকাস পত্রিকায় আলোচনার জন্য বই পাঠাতে চাইলে যোগাযোগ করুন ই-মেলে।

যাঁরা নিজেদের ক্যামেরায় তোলা বা আঁকা ছবি পাঠাতে চান, ই-মেল করতে পারেন।

লেখা পাঠালে শুধুমাত্র ইউনিকোড ওয়ার্ড (যেমন অভ্র) ফাইলে পাঠান, ই-মেলের মাধ্যমে। মেল বডিতে টাইপ করেও লেখা পাঠানো যেতে পারে। অন্য কোন মাধ্যমে লেখা পাঠালে বিবেচনা করা হবে না।

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com

No comments:

Post a Comment

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com