ঈশ্বরের জন্মদিন
তোমাদের কারও আজ দুশো বছরের
জন্মদিন।
বিহিত তর্পণ শেষে যে-মুহূর্তে আয়নায় তাকাই,
দেখি যে চারপাশ জুড়ে দুশো বছরের ঝুলকালি
ইতিউতি লেগে আজও। ঘোচেনি তমিস্রা পুরোটাই।
# # #
ঘটা করে মানি আজ
তোমাদের আবির্ভাবতিথি,
ফ্রেমে বন্দি করি ছবি, শিল্পীর তুলিতে রাখি ধরে,
ভাস্কর গড়েন মূর্তি: অর্ধ কিংবা পূর্ণ অবয়ব,
ফুল-মালা ধূপ-দীপে পুজো করি বছরে বছরে।
# # #
এটুকুই। তার বেশি কৃত্য কিছু ছিল কি ছিল না
কখনো দেখিনি ভেবে। আর তাই, প্রতি জন্মদিন
তোমাদের আয়ু দেয়, করে তোলে সমসাময়িক!
আমরাই ফুরোই। থাকো তোমরা: প্রতিমুহূর্তে নবীন
# # #
থেকেও নবীনতর। যুগ, যুগন্ধর, যুগান্তর।
পৃথিবী তখন স্বর্গ। তোমরা সেই স্বর্গের ঈশ্বর।
বিহিত তর্পণ শেষে যে-মুহূর্তে আয়নায় তাকাই,
দেখি যে চারপাশ জুড়ে দুশো বছরের ঝুলকালি
ইতিউতি লেগে আজও। ঘোচেনি তমিস্রা পুরোটাই।
# # #
ঘটা করে মানি আজ
তোমাদের আবির্ভাবতিথি,
ফ্রেমে বন্দি করি ছবি, শিল্পীর তুলিতে রাখি ধরে,
ভাস্কর গড়েন মূর্তি: অর্ধ কিংবা পূর্ণ অবয়ব,
ফুল-মালা ধূপ-দীপে পুজো করি বছরে বছরে।
# # #
এটুকুই। তার বেশি কৃত্য কিছু ছিল কি ছিল না
কখনো দেখিনি ভেবে। আর তাই, প্রতি জন্মদিন
তোমাদের আয়ু দেয়, করে তোলে সমসাময়িক!
আমরাই ফুরোই। থাকো তোমরা: প্রতিমুহূর্তে নবীন
# # #
থেকেও নবীনতর। যুগ, যুগন্ধর, যুগান্তর।
পৃথিবী তখন স্বর্গ। তোমরা সেই স্বর্গের ঈশ্বর।
অসামান্য একটি কবিতা। বিদ্যাসাগরের দ্বিশতবর্ষে অসাধারণ নিবেদন।
ReplyDeleteবিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষে একটি অসামান্য নিবেদন।
ReplyDeleteবাহ মগ্ধ হলাম পড়ে।
ReplyDelete