মন্দাক্রান্তা সেনের কবিতা



ইতিহাস

ইতিহাসে রক্তে রাঙা দাগ
সেই জালিয়ানওয়ালাবাগ
শাসক যেখানে হত্যাকারী
আমরা কি তাকে ভুলতে পারি

রক্তে রাঙা সেই ইতিহাস
মানুষের শেষ নিঃশ্বাস
আবার বিদ্রোহ হয়ে জাগে
ফের জালিয়ানওয়ালাবাগে

সে বিদ্রোহে জ্বলে দিগ্বিদিক
ও শাসক ধিক তোকে ধিক
প্রতিবাদ মরে না এভাবে
শাসকেরা যেরকম ভাবে

এ বিদ্রোহ শেষ হয় না গো
জালিয়ানওয়ালাবাগ,
                         
ফের প্রতিবাদ হয়ে জাগো

No comments:

Post a Comment

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com