অনিকেত আমি
পেতে রাখা এতো থাবা আর জিভ থেকে আত্মরক্ষা করতে করতে ভুলেই গেছি, আমার একটা নিজের দীঘিও ছিলো। সবুজ জল ছিলো। তাতে জলফড়িং-এর আদুরে ডানা কখনো-সখনো ছুঁয়েও যেতো। যদিও স্বপ্নে কখনো রুক্ষ রাস্তা ব্যথা দিয়েও দিতো, দিনান্তে একবার সবুজ জলের পাশে দাঁড়ানোই যেতো। নাহ, নীলপদ্ম তাতে ছিলো না। খুব একটা ক্ষতি হয়নি তাতে।
জলে ভেজা পা নিয়ে আমি ধুলো-টুলো পেরিয়ে আসতে পারতাম অনায়াসে। আমি খুব দুঃখবিলাসী; অতএব আমার স্নানের ঘরে খালি শ্যাওলারা অধিকার রাখে। আমি খুব দুঃখবিলাসী; অতএব সময়ের আগেই আমি দীঘি ছেঁচে সব নীলপদ্ম ভুল ঠিকানায় রেখে দিয়েছি। সেও তো অনেককাল আগের কথা।