শৈলেন চৌনীর কবিতা



হাজতের লেখা

১.
প্রিয় শীতকাল, ছেড়ে চলে গেছে বহু যুগ। নির্দোষ পশমের ভেতর আমাদের অমরত্ব কবেই, উড়ে গেছে চমৎকার।ব্রিফকেস ভরা বিচ্ছেদ স্মৃতিটুকু ভুলে গেছো বলে আজ পাহাড়ের মাথা ছুঁয়ে ভ্রমণ সারে মেঘ। পাখিদের পরিবার। পঞ্চভূতে ক্রমশ মিশে যাচ্ছে আমাদের সঙ্গমের স্মৃতিপথ!

২.
সন্দেহ'কে পোশাক ভেবে ভুল করেছি। আর যদি তাই হয় তবে ঘাতকের পাশে লেখা থাক তোর নাম। গভীর রাতে জেগে উঠুক ভেড়াদের লোমের জড়তা। প্রতিজ্ঞা, শুধু এটুকুই, তোর নামের কোনো অক্ষর, অভিধানে রাখবো না!

2 comments:

  1. Lekhar Style bhalo Laglo

    ReplyDelete
  2. যতি চিহ্নের ব্যবহার কি ঠিক আছে?

    ReplyDelete

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com