কবিতাঃ বিবেকানন্দ চক্রবর্তী


মই


মই দেখলেই তরতরিয়ে উঠে লাভ নেই,
উপরে থাকলেও থাকতে পারে
 ভুশুন্ডির মাঠ।

 

শান্ত দিঘিতে ঝাপ দেওয়ার আগে
ভেবে দেখা ভালো
নীচে হয়তো লুকিয়ে আছে
অতলান্ত মৃত্যু গহ্বর।

তার চেয়ে বরং এসো
পাহাড় কেটে তৈরি করি গিরিপথ।
তারপর সেই পথ দিয়ে যেতে যেতে
গুহার দেওয়ালের পলেস্তরা খুঁড়ে
খুঁজে বের করি
প্রথম আলোর স্পর্শ লাগা চিরন্তন প্রচ্ছদ।

খানিক আলো তুমি মেখে নিও
চোখে মুখে,
আমায় দিও খানিক আলো-
আলো ছাড়া আর আছে কী?
অন্ধকারের গভীরতা বোঝাতেও
আলোর প্রয়োজন হয়।

No comments:

Post a Comment

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com