আসুন আমরা
কোনো সিজারের জন্ম দিতে একটা
ব্রুটাস চাই
আসুন আমরা ব্রুটাসকে বাঁচাই
চারশো ফিফটি এক ডিগ্রিতে পুড়ে যায়
সব পুঁঁথি
মূর্খ হয়ে মানুষ বাঁচে
কন্ঠে নিয়ে মোসাহেব-স্তুতি
সরস্বতী পুজোর আগে কুলের আচার চাখে
পন্ডিতদের জন্ম দিতে গণ্ডমূর্খ চাই
আসুন আমরা মূর্খদের বাঁচাই
স্বর্গে গিয়ে রম্ভা নাচন
ঢলে পড়ি প্রিয় দেবতার কোলে
যখন দেবীরা বস্ত্র খোলে
রাবড়ি-মালাই স্বাদ জিভে পাই, ঠেকালে তেতো পাঁচন
স্বর্গরাজ্য জন্ম দিতে নরক একটা
চাই
আসুন আমরা নরককে বাঁচাই
কোনো জেসাসের জন্ম দিতে একটা জুডাস
চাই
আসুন আমরা জুডাসকে বাঁচাই।
অভাববিহীন
কোনো কিছুর অভাব যখন নেই
পৃথিবী তখন নতজানু আসবেই
এটাই তোমার ভাবনা ঘিরে
ভরদুপুরে বা মাঝরাত্তিরে
তুমি যদি ভাবো অভাব কিছুর নেই
ঈশ্বর ঠিক মুখোমুখি দাঁড়াবেই
এই দুনিয়াটা তো তোমার সৃষ্ট
জেনেসিস বা জেসাস খৃষ্ট
ধর্ম-আখর পেয়েছে এখন তোমার আঙুলে
স্থান
তোমার ভাবনা মায়াবী-বর্তমান ।
তোমার আকাশে অভাব যখন নেই
আত্মীয় তুমি পেয়ে যাবে সহজেই
এখান থেকেই ছায়াপথে চলা
সে বৃত্তান্ত কবিতায় বলা
ভাবের অভাবে চোর ঢুকে পড়বেই
নিরাকার তবু আয়নায় দাঁড়াবেই
তুমি শুধু ভেবো, "আমার কিছুর অভাব কেন নেই !?"
"আমার কিছুর অভাব কেন নেই
!?"
তিন কদম
যদি তুমি ফ্যালো প্রথম কদম
শুভেচ্ছা দিয়ে মোড়া
আশীর্বাদের বন্যা বইবে দেখো জন্নত
থেকে
ভাবনার পটভূমিতে আনবে অদৃশ্য নীল
ঘোড়া
সবকিছু যদি বিলি করো তুমি, ন্যুনতমটুকু রেখে
যদি ফ্যালো তুমি দ্বিতীয় কদম অমলিন
কোনো বাক্যে
আত্মীয়দের ফের ফিরে পাবে, তারার
দৃশ্য মনে
প্রয়োজন নেই ঢাকা দিতে মাছ, সহসাই
ন'টে শাককে
গোটা দুনিয়ার সব বান্ধব বাঁধবে নি,
রে, সা - ইমনে
যদি ফ্যালো তুমি তৃতীয় কদম
মনুষ্য-সংগ্রামে
বিক্ষোভে ফেটে পড়তে পারলে
শ্রেনী-শত্রু বিপক্ষে
নশ্বরতার শেষ হবে গিয়ে স্বর্গীয়
কোনো গ্রামে
হেভেনের তালা খুলে যাবে ঠিক, দেখবে
চর্মচোক্ষে
তিনটি কদম ফেলেই দ্যাখো না তুমি
কল্পলোকই আসলে জন্মভূমি।
No comments:
Post a Comment