শুদ্ধেন্দু চক্রবর্তীর কবিতা

বনপরব
মারাংবুরুর মতো আমার একখানি বড়ভাই থাকতো যদি
আমি শালপাতা কুড়িয়ে আনতাম পাতাকুড়ানিদের পায়ে পা মিলিয়ে দিয়ে
দোতারা নিতাম কাঁধে
মৌপরবাসে বেশ ভুলেই যেতাম ঘরে ফেরবার পথ।

মারাংবুরুর কাছে শিখে ফেলতাম তীর চালানো
তীরের আগায় লেপে দিতাম বেশ বৃশ্চিকবিষ
তার গণমৈথুন আর অভিন্ন যাপন
প্রকৃতিমাতার কোলে প্রাথমিক স্বাস্থ্যশিবিরে।

এই ক্ষরস্রোতা নদী আমার ধমনী হয় যদি
ওই শালবনজুড়ে আমার স্বপ্নগুলো আঁকা
একাকী সাধক আর বিষণ্ণ প্রেমিক আসলে
একই লোক।চিনতে পারোনি

হৃদয়পুরের পথে
আজ হঠাৎই হৃদয়পুর পাড়ি
এই পথে নামিনি তেমন।অলিগলি
হোঁচট খাচ্ছি আর তুলে নিচ্ছি সাতনড়ি হার
ফেলে গেছে রাস্তায় কেউ ভুলোমনে।

প্রোজেক্টটা শেষ হয়ে গেলে ওরা মৃতসঞ্জিবনী এনে দেবে বলেছিল।
অথচ মুচকুন্দ হয়ে আমি হাত পেতে চাইলাম খানিকটা একাকিত্ব শুধু
হৃদয়পুরের দুইপাশে এইভাবে আজ
আকাশমণির সারি দুলে উঠবে ঘনঘন ফাগুন হাওয়ায় ভাবিনি তো।

আজ হঠাৎই হৃদয়পুর।প্রিয় কবিদের স্বরে ডাকছে ডাহুক
আমিও খাচ্ছি হোঁচট বারবার।অলিগলি
আমারও যাপন আছে
আমার সন্ন্যাস
বারাসাত স্টেশনের মতো

No comments:

Post a Comment

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com