কবিতা: সৌমেন সাউ


পথ
পথের কেউ নেই 
কাছেও নেই , দূরেও নেই
একা একা পথ হাঁটে
একা ভাঙাচোরা পথ

ঘুরে ঘুরে 
নিজের কাছে একা হয়ে
একা একা 
শাল ও মহুয়ার ছায়ায় ঘুমোয়

পথের বাঁকে 
পরম্পরা ভেঙে 
নাভি থেকে ফুটে ওঠে ফুল 
নীল ফুল সাদা ফুল

জানি না 
না ঘর, না আকাশ
 কিছু নেই

ছিল কি কোনও দিন ?

জানি না
ছিল, না ছিল না

সত্যি কি ছিল না ?

দুপুররাতে বাবুঘাটে
গোল চাঁদ নামে গঙ্গায়

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com