বোর্টোল্ট ব্রেখটের কবিতা অবলম্বনেঃ কৌশিক ভট্টাচার্য




বড় বড় লোকেদের লীলা

সারা দুনিয়া জয় করার দায়
 নাকি যেচে
নিজের কাঁধে নিয়েছিল তৈমুর।
কে জানে কেন!
আমি তো বাবা দু’পাত্তর পেটে পড়লেই
দিব্যি রাজা হয়ে
সারা দুনিয়া ভুলে থাকতে পারি।
আর আলেক্সান্ডার?
ওকে নিয়ে কী আর বলবো?
খালি জানি এই যে
ওর মত অ-অ-সাধারণ লোক
আমি আরও অনেক দেখেছি,
যারা অসাধারণ শুধু বেঁচে থাকার গুণে!
এই সব বড় বড় লোকেরা
বড় অকারণে ঘাম ঝরায়।
অন্যকে না জ্বালিয়ে
একা একা নিজের মত করে থাকতে জানে না।
তৃপ্তিতে বসে দু’দণ্ড ধোঁয়া ছাড়তে জানে না শালারা।
জানে না ইয়ার বন্ধু নিয়ে
শরাবখানায় বসে দু’পাত্তোর চড়াতে।

আর এমন-ই ছোটলোক যে
একা কোনো মেয়ের পাশে
দু’দন্ড বসেও
শান্তি পায় না!

2 comments:

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com