স্বপন পালের কবিতা




পাথরের সংসার

ছেড়ে যেতে হয় কত কিছু, পরম ঈশ্বর থেকে রঙিন পাথর যাবতীয়,
পথে যে প্রণয় নেই সে তুমিও জানো, এই মহার্ঘ্য সংসার বুকে বেঁধে।
পথে যে স্খলন নেই জোড়ে বা বিচ্ছেদে, আমিও হলফ করে বলে দিতে পারি।
উত্থান পতনহীন সারি সারি বায়ুভূক সে কেমন নিদ্রাভাসি নিরালম্ব থাকা
আমাকে বলেনি কেউ কোনদিন, আমাদের অগ্রবর্তী পিতা-মাতৃগণ
সেইসব গুপ্তকথা স্বপ্নে এসে অকারণ গল্পচ্ছলে বলেনি কখনো।

কথারা ফুরিয়ে গেলে কান পেতে রাখো কার অন্তরের নীচে ?
পেয়ালার বেজে ওঠা ধরা পড়ে অভ্যস্ত পিরিচে।
তবে তুমি ঠিক কারো বসে আছো নিখাদ অভ্যাসে,
দূরে দূরে যত যাও ততটাই খুঁজে পাও বুকের বাঁপাশে।

একদিন কান পাতো তলপেটে টের পেতে
অন্তর্জলে সাঁতার দিয়েছে, তোমার ইচ্ছার টানে মেঘ।
ছায়া দেবে তুমি তাকে, মায়া দেবে পরিপূর্ণ হিয়া,
পতন উত্থান আর স্খলনে সংসার দেবে অযাচিত খেলার পাথর।

পাথর বুকেই চেপে কেউ কেউ ছেড়ে আসে ঘর,
খেলার হাতের নীচে পাথর অমর থেকে যায়।

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com