অন্তরা দাঁ'র কবিতা



ছেঁড়া ডায়েরির পাতা 


সুখ-অসুখের দিনগুলো
সরলরেখার মতো
আবছা হয়ে আসে
মনোটনাস সময়...
উড়ুউড়ু ইচ্ছেরা হারিয়েছে পথ। 

রাস্তায় একা হেঁটে গেলে 
বৃষ্টিময় তুমুল শ্রাবণের দিনে 
রেস্তোরাঁর এঁটোকাঁটা কোণে
লজ্জার ছোট ছোট নুড়ি ফেলে 
গন্ডুষজলের পেয়েছি শপথ। 

শুন্য নিয়ে খেলা করি শুধু 
নীল রাত ছুঁয়ে যায় দেহ 
বিনিদ্র ঝড়ের  রাতে 
শিয়রে বিষাদ বাঁচে 

যখন থাকে না আর কেহ।   

1 comment:

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com