কবিতাঃ বনশ্রী মাহাত


একটা অজানা গল্প
স্বপ্নগুলো নৌকা করে ভাসাই
মা পালে হাওয়া দেয়     
মাঝে মাঝে ঝড় উঠে  
ভীষণ ঝড়…
    
নৌকার পাল টালমাটাল…     

তারপর ঝড় থেমে যায়  
মা ছেঁড়া পালগুলো সেলাই করে
আর আমি দেখি দূর আকাশে  
আবার ঝড় উঠেছে কিনা…

2 comments:

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com