জন্মদিনের কবিতাগুচ্ছ
১.
আমার চোখের দিকে তাকাও
দেখ কিভাবে পুড়ে যাচ্ছে সব
শেষ হয়ে যাচ্ছে জল ৷
তুমি কি কোনদিনও বুঝবে না
আমার চোখের দিকে তাকাও
দেখ কিভাবে একটা প্রজাপতি
ছাই হয়ে গেছে ৷
২.
চোখে চশমা লাগিয়েছ
ভাবলে দেখতে পাব না চোখের জল ৷
আমাকে লুকিয়ে না
আমি তোমার চোখে
গোটা বিশ্ব দেখছি ৷
৩.
কিচ্ছু বলো না
শুধু চেয়ে থাকো
ইচ্ছে থাকলে ছোঁও
নাহলে চলে যাও ৷
রাগ করো না
আমার ভয় করে
তোমার চোখে আগুন ঝরে