প্রিয়জন
বলে যাও শুনছি
আমার বলা জড়িয়ে আসে
পায়ের তলায় শুকনো পাতার শরীর
এ আবাসন আমার আমারই
খানিক দূরে অবলীলায় কেটে যেত দিন
একটু অসঙ্গতি
তুমিও কি হারালে প্রিয়জন
বাঁশি
অন্যভাবে ছড়িয়ে আছে মেঘ জানালায়
বলবো চুপিচুপি ...
বৃষ্টির গন্ধ , প্রেমিক রোদ
ঘুরেফিরে আসে
প্রিয় বাতাসের সুর
আজ কোনো কথা হবে না
আনমনে ঘরে ফেরা
শুনছো বাঁশি কি বলে
সংযম
তোমাকে বলতে চাওয়া মানেই আকাশ
কবিতা মানেই দিন ছোট
রোজ সকালের রোদ থেকে কিছুটা সংযম
মেঘ কিছু বললেই পাতারা চুপচাপ
সিঁড়ি বেয়ে নামছে অপেক্ষা
বলে যাও শুনছি
আমার বলা জড়িয়ে আসে
পায়ের তলায় শুকনো পাতার শরীর
এ আবাসন আমার আমারই
খানিক দূরে অবলীলায় কেটে যেত দিন
একটু অসঙ্গতি
তুমিও কি হারালে প্রিয়জন
বাঁশি
অন্যভাবে ছড়িয়ে আছে মেঘ জানালায়
বলবো চুপিচুপি ...
বৃষ্টির গন্ধ , প্রেমিক রোদ
ঘুরেফিরে আসে
প্রিয় বাতাসের সুর
আজ কোনো কথা হবে না
আনমনে ঘরে ফেরা
শুনছো বাঁশি কি বলে
সংযম
তোমাকে বলতে চাওয়া মানেই আকাশ
কবিতা মানেই দিন ছোট
রোজ সকালের রোদ থেকে কিছুটা সংযম
মেঘ কিছু বললেই পাতারা চুপচাপ
সিঁড়ি বেয়ে নামছে অপেক্ষা